তিহাড় জেলে কী রাজার হালে রয়েছেন ২৬/১১ হামলার মূল চক্রী তাহাওয়ুর রানা, শুনলে চমকে যাবেন

তিহাড় জেলে কেমন রয়েছেন ২৬/১১ হামলার মূল চক্রী তাহাওয়ুর রানা?

author-image
Tamalika Chakraborty
New Update
rana

নিজস্ব সংবাদদাতা: ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম মূল চক্রী তাহাওয়ুর রানা বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। বন্দি নম্বর ১৭৮৪। গত ১০ এপ্রিল আমেরিকা তাঁকে ভারতে হস্তান্তর করে। বর্তমানে তিনি তিহাড় জেলের একটি উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দিদের জন্য নির্ধারিত সেলে রয়েছেন, যেখানে আরও ছয় জন উচ্চ-ঝুঁকির বন্দিও আলাদা কক্ষে  রয়েছেন।

প্রতিদিন সকালে সকাল ৭টা নাগাদ রানা পান চা, বিস্কুট, পাউরুটি ও ডালিয়া। দুপুরে দেওয়া হয় ভাত, ডাল ও সবজি। সন্ধ্যায় চায়ের সঙ্গে হালকা জলখাবার, আর রাতের খাবারেও থাকে ভাত, ডাল ও সবজি। রানা বর্তমানে ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন না। জেল সূত্রে জানা গিয়েছে, “তিনি ঠিকমতো খাচ্ছেন না, খাবারে অনীহা দেখাচ্ছেন।” 

mumbai attack.jpg

রানাকে ২৪x৭ নজরদারিতে রাখা হয়েছে, অর্থাৎ সেল-এ সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং তাকে সুইসাইড ওয়াচে রাখা হয়েছে, যাতে আত্মঘাতী কোনো চেষ্টা ঠেকানো যায়। রানার খাবার পরিবেশনের আগে তা বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে, যাতে নিরাপত্তা নিয়ে কোনও আপস না হয়। এক জেলকর্মী জানিয়েছেন, “এই সেলের জন্য আলাদা রাঁধুনি রয়েছে। রান্নার পর জেলের কর্মীরা খাবার টেস্ট করেন, তারপর তা রানাকে পরিবেশন করা হয়।”
জেল সূত্র বলেছে, রানার ভাষা শুধু ইংরেজি এবং তিনি এখন পর্যন্ত মাত্র দুটি অনুরোধ করেছেন— কিছু বই, এবং একটি পশ্চিমা ধাঁচের টয়লেট। এছাড়া, তাঁকে দেওয়া হয়েছে ছয়টি কম্বল (তিনটি খাটে ব্যবহারের জন্য) এবং একটি ফ্যান। গত সপ্তাহে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট রানাকে ৬ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এর আগেই NIA তাঁর কণ্ঠস্বর ও হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করেছে।

তাহাওয়ুর রানা একজন প্রাক্তন পাকিস্তানি সেনা চিকিৎসক এবং ডেভিড হেডলি-র ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী। তিনি ২৬/১১ হামলার আগে মুম্বইয়ে রেকি (গোপন নজরদারি ও তথ্য সংগ্রহ) করার কাজে সাহায্য করেন এবং লস্কর-ই-তইবা জঙ্গিদের জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দেন বলে অভিযোগ।