তার হাতে বন্দুক নেই, কিন্তু হৃদয় আছে দেশের জন্য, কীভাবে ১০ বছরের শ্রবণ পাশে দাঁড়াল সেনার?

কীভাবে ১০ বছরের ছোট্ট ছেলেটা সেনার পাশে দাঁড়িয়েছিল?

author-image
Tamalika Chakraborty
New Update
army and sravan

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের ফিরোজপুর জেলার তারা ওয়ালি গ্রাম—ভারত-পাকিস্তান সীমান্তের কাছেই অবস্থিত। গরমে পুড়ে যাওয়া ধূসর মাঠ জুড়ে সম্প্রতি ঘটে গেল 'অপারেশন সিঁদুর'—সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অভিযান। গ্রামের মানুষ চোখের সামনে দেখেছে সেনাবাহিনীর প্রস্তুতি, মাঠে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা জওয়ানদের।

shravan

এই ভয়াবহ পরিস্থিতির কেন্দ্রে ছিল ১০ বছরের ছোট্ট ছেলেটি—শ্রবণ সিং। না তার কোনও ইউনিফর্ম আছে, না তার হাতে অস্ত্র। কিন্তু আছে সীমাহীন সাহস। ভবিষ্যতে ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখা শ্রবণ নিজের চোখে দেখেছে যুদ্ধের প্রস্তুতি, কিন্তু ভয় পায়নি সে।

 কৃষক সোনা সিংয়ের ছেলে শ্রবণ শুধু দূর থেকে তাকিয়ে থাকেনি। সে এগিয়ে গেছে সেনাদের পাশে। সঙ্গে শুধু ভালবাসা, নিষ্ঠা আর দুটি ছোট হাত। তার মাধ্যমেই সে পৌঁছে দিয়েছে জল, দুধ, লস্যি, এমনকি বরফ পর্যন্ত—তাও রোজ। প্রখর রোদে, যেখানে অনেকেই আতঙ্কে গুটিয়ে গিয়েছিল, সেখানেই শ্রবণ বারবার ছুটে গিয়ে জওয়ানদের মনে করিয়ে দিয়েছে—তারা একা নয়।