নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারে জোর দিচ্ছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় সভা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি মোট আটটি মিটিং করেছি। দল আমাকে আরও সভা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এয়ার শো এবং নির্মলা সীতারমণের সফর থাকায় সময় মেলাতে পারিনি।”
তবে হিমন্তর দাবি, সময়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, যেখানেই তিনি গিয়েছেন সেখানেই মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাঁর কথায়, “যেখানেই গিয়েছি, জনতার সাড়া অসাধারণ। বিজেপি এবার বিহারে খুব ভালো ফল করবে বলে দলের মধ্যে দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে। এখনকার পরিবেশও পুরোপুরি আমাদের পক্ষে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/lCSQTCQ9gU6NN3USRdp2.PNG)
উল্লেখ্য, বিহারের রাজনৈতিক অঙ্গনে এবারের ভোটে চরম উত্তেজনা। নীতীশ কুমারের জেডিইউ, তেজস্বী যাদবের আরজেডি এবং বিজেপি—তিন পক্ষের সমীকরণ ঘিরে চলছে জোর লড়াই। তবে বিজেপির প্রচারসভার ভিড় ও নেতাদের আত্মবিশ্বাসে যে গেরুয়া শিবিরে আশাবাদের হাওয়া বইছে, তা স্পষ্ট করে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা নিজেই।
রাজনৈতিক মহলের মতে, হিমন্তর এই মন্তব্য শুধু বিহার নয়, গোটা উত্তর ভারতের নির্বাচনী কৌশল নিয়েও ইঙ্গিত দিচ্ছে। আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর ভাষায়, “দল মনে করছে, এবার বিহারে ফলাফল হবে খুব ভালো। পরিবেশ একেবারেই বিজেপির অনুকূলে।”
“এবার বিহারে ইতিহাস গড়বে বিজেপি”—হিমন্ত বিশ্ব শর্মার জোরালো দাবি ভোটের মাঝে
বিহার নির্বাচনে বিজেপির জয়ের আশায় আত্মবিশ্বাসী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আটটি সভা করলেও দাবি করলেন—“যেখানেই গিয়েছি, মানুষ উচ্ছ্বসিত। পরিবেশ পুরো আমাদের পক্ষে।” বিজেপি এবার বিহারে ঐতিহাসিক ফল করবে বলেই মনে করছেন তিনি।
নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারে জোর দিচ্ছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় সভা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি মোট আটটি মিটিং করেছি। দল আমাকে আরও সভা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এয়ার শো এবং নির্মলা সীতারমণের সফর থাকায় সময় মেলাতে পারিনি।”
তবে হিমন্তর দাবি, সময়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, যেখানেই তিনি গিয়েছেন সেখানেই মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাঁর কথায়, “যেখানেই গিয়েছি, জনতার সাড়া অসাধারণ। বিজেপি এবার বিহারে খুব ভালো ফল করবে বলে দলের মধ্যে দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে। এখনকার পরিবেশও পুরোপুরি আমাদের পক্ষে।”
উল্লেখ্য, বিহারের রাজনৈতিক অঙ্গনে এবারের ভোটে চরম উত্তেজনা। নীতীশ কুমারের জেডিইউ, তেজস্বী যাদবের আরজেডি এবং বিজেপি—তিন পক্ষের সমীকরণ ঘিরে চলছে জোর লড়াই। তবে বিজেপির প্রচারসভার ভিড় ও নেতাদের আত্মবিশ্বাসে যে গেরুয়া শিবিরে আশাবাদের হাওয়া বইছে, তা স্পষ্ট করে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা নিজেই।
রাজনৈতিক মহলের মতে, হিমন্তর এই মন্তব্য শুধু বিহার নয়, গোটা উত্তর ভারতের নির্বাচনী কৌশল নিয়েও ইঙ্গিত দিচ্ছে। আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর ভাষায়, “দল মনে করছে, এবার বিহারে ফলাফল হবে খুব ভালো। পরিবেশ একেবারেই বিজেপির অনুকূলে।”