/anm-bengali/media/media_files/2025/07/27/himachal-p-2025-07-27-21-13-25.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে বর্ষা শুরুর পর থেকে চলছে প্রকৃতির ভয়াবহ রূপ। জুন ২০ থেকে এ পর্যন্ত রাজ্যজুড়ে অতিবৃষ্টি, হড়পা বান, মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৮৮ জন। নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন। শুধু আর্থিক ক্ষতিই নয়, মানসিক ও সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছেন সাধারণ মানুষ। রাজ্যের স্টেট এমারজেন্সি অপারেশন সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ইতিমধ্যেই ৪২টি হড়পা বান, ২৫টি মেঘভাঙা বৃষ্টি এবং ৩২টি ভূমিধসের ঘটনা ঘটেছে।
এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত রাজ্যের প্রায় ১,৩১৬টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১,৫০০ কোটি টাকা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/04/landslide-uttarakhand-2025-07-04-13-11-03.jpg)
গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ধর্মশালা পেয়েছে সবচেয়ে বেশি ৩৫ মিলিমিটার বৃষ্টি, এরপর মালরাওনে ২৬.৪ মিমি, কাংড়ায় ২৬ মিমি, ধৌলাকুয়ানে ১৭.৫ মিমি, কাহুতে ১৪.৫ মিমি, মানালিতে ১১ মিমি, জটে ১০.৮ মিমি, জুব্বরহাট্টিতে ১০.৪ মিমি, বাজৌরায় ১০ মিমি, জোগিন্দ্রনগরে ৬ মিমি এবং নরকান্দায় ৫.৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, হিমাচলের আবহাওয়া দপ্তর রবিবার জানায়, মঙ্গলবার কাংড়া, কুল্লু, মাণ্ডি ও শিমলা জেলার কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। এই চার জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
রাজ্যবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করেছে প্রশাসন। পাহাড়ি অঞ্চলে যাতায়াত, নদীর পাশ দিয়ে চলাফেরা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান থেকে বিরত থাকতে বলা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us