পাহাড় কেঁপে উঠল! হিমাচলে ভয়াবহ ভূমিধস, চণ্ডীগড়-মানালি হাইওয়ে অচল

হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে ৩০০টির বেশি রাস্তা কার্যত ধ্বংস হয়ে গেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
himachal pradesh  mandi

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মান্ডি জেলায় মঙ্গলবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে জনজীবন কার্যত থমকে গেছে। টানা বৃষ্টিতে এক ডজনেরও বেশি ভূমিধস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একাধিক নদী উপচে পড়ছে, ফলে প্রশাসন জরুরি নির্দেশিকা জারি করে মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করেছে।

প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, জেলাজুড়ে অন্তত ৩৩১টি সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে ৩০৫ (NH-305), মান্ডি থেকে কুল্লুকে যুক্ত করা NH-21 এবং NH-003। চণ্ডীগড়-মানালি ন্যাশনাল হাইওয়েতেও একাধিক স্থানে ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। কোথাও বড় বড় পাথর গড়িয়ে পড়ছে, কোথাও কাদা ও পাথরের স্রোতে রাস্তা ঢেকে গেছে, ফলে দুই দিকের ট্রাফিক আটকে পড়েছে।

land slide1.jpg

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও প্রশাসনের নির্দেশ মেনে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।