/anm-bengali/media/media_files/2025/07/29/himachal-pradesh-mandi-2025-07-29-17-05-10.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মান্ডি জেলায় সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। মঙ্গলবার ভোর ৪টা নাগাদ শুরু হওয়া টানা বৃষ্টির ফলে এলাকায় হড়পা বান, ধস এবং একাধিক সড়ক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।
মান্ডি পৌরসভার কমিশনার রোহিত রাঠোর জানান, “রাত প্রায় শেষ হওয়ার মুখে যখন সকলে ঘুমিয়ে, তখনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। একাধিক জায়গায় ভূমিধস দেখা দেয়, জল ঢুকে পড়ে ঘরবাড়িতে। এই দুর্যোগে দু’জন প্রাণ হারিয়েছেন এবং আরও দু’জনের এখনও খোঁজ মেলেনি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/imp43Y2PxBBaHR8WAX2X.webp)
স্থানীয় প্রশাসনের তরফ থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে, তবে ধস ও রাস্তা বন্ধ থাকায় কাজ ব্যাহত হচ্ছে। এখনও বহু মানুষ আটকে রয়েছেন দুর্গম অঞ্চলে। রোহিত রাঠোর জানিয়েছেন, একাধিক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বর্তমানে জেলা জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন এবং নাগরিকদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us