New Update
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু জানিয়েছেন, তুরস্ক থেকে আপেল আমদানি বন্ধ করার দাবিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারকে চিঠি লিখবেন । মুখ্যমন্ত্রীর অভিযোগ, তুরস্ক এবং আমেরিকা থেকে আমদানি হওয়া আপেলের ফলে হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের স্থানীয় চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
/anm-bengali/media/media_files/2025/05/19/gAinUhAqNXz57i41eatm.jpg)
সুকুর মতে, "বহু বছর ধরে হিমাচলের আপেল চাষিরা কঠোর পরিশ্রম করে রাজ্যকে আপেল চাষের ক্ষেত্রে দেশের প্রথম সারিতে পৌঁছে দিয়েছেন। কিন্তু বিদেশি আপেল ঢুকতে থাকায় স্থানীয় আপেল বাজারে দাম পাচ্ছে না, উৎপাদন খরচও উঠে আসছে না। এই অবস্থা চলতে থাকলে হাজার হাজার চাষির জীবন ও জীবিকা বিপন্ন হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us