/anm-bengali/media/media_files/2025/08/11/protest-in-parliament-2025-08-11-12-48-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির রাস্তায় নির্বাচন কমিশনের (EC) বিরুদ্ধে বিরোধী দলগুলির প্রতিবাদে উত্তেজনা ছড়াল। বিরোধীদের এই কর্মসূচিতে নানা দলের নেতারা একজোট হন। পুলিশের বাধা উপেক্ষা করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ব্যারিকেডে উঠে পড়তে দেখা যায়। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ-আধাসেনার কড়া নিরাপত্তায় নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বিরোধী সাংসদরা রাস্তায় বসে পড়েন প্রতিবাদের অংশ হিসেবে। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদবসহ একাধিক মহিলা সাংসদ সেখানে বসে পড়েন। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, ডেরেক ও’ব্রায়েনসহ আরও অনেকে। পুলিশের তরফে মাইকিং করে জানানো হয়, এই এলাকায় জমায়েতের অনুমতি নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-a-2025-08-01-11-17-35.jpg)
আগেই বিরোধী দলগুলির পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও করার। সেই অনুযায়ী সকাল সাড়ে ১১টায় সংসদের মকর দ্বারে প্রায় ২০০ সাংসদ জড়ো হন। এরপর একসঙ্গে মিছিল শুরু হয়, কিন্তু মাত্র ৪০০ মিটার এগোতেই পুলিশ ব্যারিকেড বসিয়ে মিছিল থামিয়ে দেয়। বহু সাংসদ ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন, কিন্তু মহিলা পুলিশকর্মীরা বাধা দেন। এরপর প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ও অন্যান্য সাংসদরা রাস্তায় বসে থেকে বিক্ষোভ চালিয়ে যান। কংগ্রেস নেতা ও প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনও এই প্রতিবাদে অংশ নেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us