/anm-bengali/media/media_files/2025/02/13/AcbxmWHJcWUhKvVoVOsP.jpg)
নিজস্ব সংবাদদাতা: পুনের অনিল সীতারাম গোসাভী নিজের স্ত্রী প্রতিভাকে নৃশংসভাবে খুন করেছিলেন ২০১৩ সালে। সেই মামলায় দোষী সাব্যস্ত করে ট্রায়াল কোর্ট তাকে কঠিন শাস্তি দেয়। এবার বোম্বে হাইকোর্টও তার দোষী সাব্যস্ত হওয়া বহাল রেখেছে। তবে আদালত জানিয়েছে, তাকে অন্তত ২০ বছর জেল খাটতেই হবে—এই নির্দেশ আর বহাল থাকবে না।
ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ১৮ জুন। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন অনিল। সেদিন সকালে অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রতিভা। ঠিক তখনই বাড়ির ভেতর শুরু হয় অশান্তি। অনিলের মানিব্যাগ খুঁজে না পেয়ে তিনি ছেলেকে মারধর শুরু করেন। পঞ্চম শ্রেণির ছাত্র ওই ছেলে কাঁদতে শুরু করলে প্রতিভা ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
অভিযোগ অনুযায়ী, সেই মুহূর্তেই অনিল এক ধারালো কুঠার হাতে তুলে নেন এবং স্ত্রীকে টানা দু’বার মাথায় আঘাত করেন। প্রতিভা রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। সবকিছুই ঘটে গিয়েছিল তাঁদের ছোট ছেলের চোখের সামনে।
প্রসিকিউশন জানিয়েছে, স্ত্রীর উপর অনিলের সন্দেহই এই ভয়াবহ হত্যার মূল কারণ। আদালতও সেই অভিযোগকে প্রমাণিত বলে রায় দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us