/anm-bengali/media/media_files/FoQzmTsZYfZHgtzVzLPe.webp)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ বীর স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন। রাজ্যের সর্বত্রই আজ আবেগ আর গর্বের আবহ, কারণ আদিবাসী সমাজের এক অমর প্রতীক ও সংগ্রামের প্রতিধ্বনি হয়ে থাকা বিরসা মুন্ডা শুধু ঝাড়খণ্ডের নয়, সমগ্র দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিরল উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণীয়।
রাঁচিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি ঝাড়খণ্ডের জন্য অত্যন্ত গৌরবের। বিরসা মুন্ডাকে স্মরণ করতে গিয়ে তিনি জানান, তাঁর মতো ব্যক্তিত্ব বিরল—যিনি সমাজ, জমি, অধিকার এবং দেশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। হেমন্ত সোরেনের কথায়, এমন এক মহাপুরুষের জন্মদিন পালন করা প্রত্যেক ঝাড়খণ্ডবাসীর কাছে সম্মানের এবং আত্মগর্বের দিন।\
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/23/1000109541.jpg)
রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, গ্রামীণ উৎসব এবং আদিবাসী সম্প্রদায়ের বিশেষ আচার পালিত হচ্ছে। প্রশাসনের তরফেও আজ দিনভর নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মের কাছে বিরসা মুন্ডার সংগ্রাম ও ত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়ার জন্য স্কুল-কলেজেও আলোচনা সভা চলছে।
বিরসা মুন্ডার ১৫০তম জন্মবর্ষকে কেন্দ্র করে রাজ্যের জনমানসে আবারও জেগে উঠছে তাঁর নেতৃত্ব, আত্মত্যাগ এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের সেই অবিস্মরণীয় অধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে ঝাড়খণ্ডবাসী তাঁকে স্মরণ করছে গর্ব, ভালোবাসা এবং সম্মানের সঙ্গে।
#WATCH | Ranchi, Jharkhand: CM Hemant Soren pays floral tribute to freedom fighter Bhagwan Birsa Munda on his 150th birth anniversary, says, "... It is indeed a great day for Jharkhand as we commemorate Bhagwan Birsa Munda's 150th anniversary. He was a great personality who… pic.twitter.com/c13sbf68WJ
— ANI (@ANI) November 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us