হায়দরাবাদে ধ্বংসের ছবি! মুসি নদীর ফুলে ওঠায় প্লাবন, গেট খুলতেই ডুবে শহর

প্রবল বৃষ্টিতে জলমগ্ন হায়দরাবাদ শহর।

author-image
Tamalika Chakraborty
New Update
hyderabad flood

নিজস্ব সংবাদদাতা: অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হল হায়দরাবাদের একাধিক এলাকা। বিশেষ করে পুরনো শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুসি নদীর জল হঠাৎ ফুলে ওঠায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই উপচে পড়ছে ওসমান সাগর ও হিমায়ত সাগর জলাধার। অতিরিক্ত চাপ সামলাতে একাধিক গেট খুলে দেওয়া হয়, আর তার ফলেই শহরের বিভিন্ন এলাকায় প্লাবন দেখা দেয়।

flood  hyderabad

পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি জরুরি নির্দেশ দেন। নীচু জায়গার সমস্ত বাড়িঘর থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে আনা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, যাঁরা বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তাঁদের অস্থায়ী ত্রাণ শিবিরে রাখা হচ্ছে। সেখানে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

শহরের বেশ কিছু রাস্তাঘাট ডুবে গেছে কোমরজলে। স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিপর্যয় মোকাবিলা দফতরের দল ইতিমধ্যেই নামানো হয়েছে।