অলৌকিকভাবে প্রাণে বাঁচলো গ্রামবাসী! হিমাচলে ভোররাতে মেঘভাঙা বৃষ্টি, গাড়ি ধ্বংসস্তূপের নীচে

মেঘভাঙা বৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হিমাচলপ্রদেশের এই গ্রাম।

author-image
Tamalika Chakraborty
New Update
himachal pradesh  mandi

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভোরবেলায় হঠাৎ এক ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। এর ফলে গ্রামের বহু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক গাড়ি কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তবে স্বস্তির খবর—এই দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণহানি ঘটেনি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LANDSLIDE

ঘটনাটি ঘটেছে নৈনা দেবী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নামহোল এলাকার গুত্রাহান গ্রামে। স্থানীয় বাসিন্দা কাশ্মীর সিং জানান, প্রচণ্ড গতিতে বৃষ্টির জলের সঙ্গে করে পাথর, কাদা ও ধ্বংসাবশেষ নামিয়ে আনে। সেসব মিশে একসাথে কৃষিজমির উপর ছড়িয়ে পড়ে এবং বহু ফসলি জমি পুরোপুরি ভেসে যায়।

অন্যদিকে, শনিবার সকালে শিমলা শহরে ঘন কুয়াশা নেমে আসে। কুয়াশার চাদরে দৃশ্যমানতা কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে বিশেষ করে স্কুল সময়ে গাড়ি নিয়ে চলাফেরা করা মানুষেরা ভীষণ সমস্যার মুখে পড়েন।

প্রকৃতির এই তাণ্ডব আবারও হিমাচলের মানুষকে ভয় ও আতঙ্কে রেখেছে। ভাগ্যের জোরে প্রাণহানি না হলেও কৃষিজমি ও সম্পদের বড় ক্ষতির মুখে পড়েছেন গ্রামবাসীরা।