/anm-bengali/media/media_files/2025/06/25/landslide-in-uttarakhand-2025-06-25-08-16-58.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রবল বর্ষণের জেরে কার্যত স্থবির হয়ে পড়েছে উত্তরাখণ্ডের একাধিক জেলা। লাগাতার বৃষ্টিতে ধস নামছে পাহাড়ি এলাকায়, বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সড়কপথ ও তীর্থযাত্রার রুট। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাগেশ্বর জেলার কাপকোট অঞ্চলে। মূল বাগেশ্বর-কাপকোট মোটর রোড সহ ২০টিরও বেশি রাস্তা ধ্বংসস্তূপে ভরে গিয়েছে।
যদিও সোমবার কিছু রাস্তা আংশিকভাবে পরিষ্কার করা সম্ভব হয়েছিল, মঙ্গলবারের টানা বৃষ্টিতে ফের নতুন করে ধস নামে। বর্তমানে JCB সহ উদ্ধারকারী দলগুলি প্রস্তুত থাকলেও, আবহাওয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে উত্তরকাশী জেলার ৯ কাঞ্চি এলাকায় ধস নামায় আপাতত স্থগিত করা হয়েছে যমুনোত্রী যাত্রা। বহু পুণ্যার্থীকে জানকী চট্টিতে আটকে রাখা হয়েছে, যতক্ষণ না পথ পুরোপুরি সুরক্ষিত করে যাত্রা আবার চালু করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পুরোদমে কাজ করছে, কিন্তু প্রকৃতির রুদ্র রূপে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক স্তরেও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us