/anm-bengali/media/media_files/2025/08/20/heavy-rain-gujarat-2025-08-20-09-31-52.jpg)
নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদে এবারও নামতে চলেছে মুষলধারে বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, ১৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৪ ও ২৫ আগস্ট থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
গুজরাটে এ বছর বর্ষা একেবারেই অস্বাভাবিক। মাত্র ১৩ দিনেই রাজ্যের মোট মৌসুমি বৃষ্টির অর্ধেকেরও বেশি (৫১%) হয়ে গেছে! শুধু আহমেদাবাদ নয়, সুরাট, রাজকোট ও ভাদোদরা — এই চারটি বড় শহরেই এক সপ্তাহের মধ্যে মৌসুমি বৃষ্টির অর্ধেকের বেশি নেমে পড়েছে।
দেবভূমি দ্বারকার দ্বারকা তালুকায় মঙ্গলবার সন্ধ্যা ছ’টার মধ্যে ১৩৮ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়। এর মধ্যে মাত্র দুই ঘণ্টায় হয়েছে ১২০ মিমি বৃষ্টি, যা তাদের পুরো মৌসুমি বৃষ্টির প্রায় এক-চতুর্থাংশ। আহমেদাবাদেও মাত্র সাত দিনে মৌসুমি বৃষ্টির ৫৫ শতাংশ হয়েছে। ফলে শহরে জলজট আর বন্যার মতো পরিস্থিতির আশঙ্কা আরও বেড়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, এ বছর বর্ষার ধরণ একেবারেই উল্টো। সাধারণত জুলাই-আগস্টেই ভারী বর্ষণ হয়, কিন্তু এবার জুনেই বৃষ্টি নেমেছে ঝড়ের গতিতে। এরপর জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতে বৃষ্টি কম হলেও, উত্তর ভারতে এখনও প্রবল বৃষ্টি অব্যাহত।।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us