মহাকুম্ভে রাজ্যপাল! শিবরাত্রির পুণ্যস্নানে কী বললেন তিনি?

মহাকুম্ভে শিবরাত্রি উপলক্ষে গেলেন হরিয়ানার রাজ্যপাল।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
haryana governor

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে গেলেন  হরিয়ানার রাজ্যপাল। সেখানেই রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় বলেছেন, "আজ, দেশের মানুষ মহা শিবরাত্রি উপলক্ষে উদযাপন করছে।  আমিও শিবের প্রার্থনা করেছি আজকে। ভগবান শিব শক্তির প্রতীক। দেশের শুভ শক্তির প্রয়োজন।  শুভ শক্তিকে হাতিয়ার করে দেশের এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি খুব খুশি যে প্রায় ৬৭ কোটি মানুষ মহাকুম্ভে পবিত্র স্নান করেছেন।"