নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভার ভোট গণনা শুরু হবে। এই প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী সমাজের সকল শ্রেণীর উন্নয়নের জন্য কাজ করেছেন। ফলস্বরূপ, বিজেপি সরকার গঠিত হয়েছিল। হরিয়ানায় তৃতীয়বারের মতো মহারাষ্ট্রে সরকার গঠন করবে বিজেপি। ঝাড়খণ্ড জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে এবং কংগ্রেস জনগণের আস্থা হারিয়েছে।"
#WATCH | Karnal: Ahead of the counting of votes for #JharkhandAssemblyElection2024 and #MaharashtraAssemblyElections2024 tomorrow, Haryana CM Nayab Singh Saini says, "...PM Modi has worked for the development of all sections of the society. As a result, the BJP government was… pic.twitter.com/HQ6jJX7VDW
— ANI (@ANI) November 22, 2024
অন্যদিকে, ইন্ডিয়া জোট আশাবাদী মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে সরকার গঠন করবে তারা। এই বিষয়ে কংগ্রেস নেতা তথা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, বিজেপি নেতারাও স্বীকার করেছেন, ভোটের ভাগে কর্ণাটকে কংগ্রেস যা প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটের পরে তা পূরণ করেছে। মানুষ কংগ্রেসের ওপর আস্থা রাখছে। কংগ্রেস ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে।
/anm-bengali/media/media_files/Fq9UndG4u3eyGnt4pYru.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us