নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার কৈথালে দলীয় সংগঠনের কাজ আরও গতি দিতে জেলা সভাপতি, জেলা প্রভারি এবং রাজ্য স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তিনি জানান, নির্বাচন কমিশনের কাজ ও SIR সংক্রান্ত বিষয় নিয়েও কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যাতে প্রতিটি এলাকায় দ্রুত এবং সঠিকভাবে BLA নিয়োগ সম্পন্ন হয়, সেই দিকেও জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারতের লক্ষ্য সামনে রেখে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি করার কথা বলেছেন, সেই দিশাতেই তাঁরা কাজ করে চলেছেন। এদিন থেকেই শুরু হয়েছে স্বদেশি রথযাত্রা, যা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। যাত্রা রাজ্যের বিভিন্ন জেলা ও মন্ডলে ঘুরে মানুষের সঙ্গে সংযোগ বাড়াবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/H6eZEpBD61zIeI2AF52e.JPG)
স্বদেশি রথযাত্রা শুরু! ভারতের ‘তৃতীয় বৃহত্তম শক্তি’ হওয়ার লক্ষ্যে বড় ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
হরিয়ানায় শুরু স্বদেশি রথযাত্রা। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বললেন—আত্মনির্ভর ভারতের লক্ষ্যে গতি বাড়াতে সংগঠনের গুরুত্বপূর্ণ বৈঠক। BLA নিয়োগে জোর।
নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার কৈথালে দলীয় সংগঠনের কাজ আরও গতি দিতে জেলা সভাপতি, জেলা প্রভারি এবং রাজ্য স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তিনি জানান, নির্বাচন কমিশনের কাজ ও SIR সংক্রান্ত বিষয় নিয়েও কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যাতে প্রতিটি এলাকায় দ্রুত এবং সঠিকভাবে BLA নিয়োগ সম্পন্ন হয়, সেই দিকেও জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারতের লক্ষ্য সামনে রেখে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি করার কথা বলেছেন, সেই দিশাতেই তাঁরা কাজ করে চলেছেন। এদিন থেকেই শুরু হয়েছে স্বদেশি রথযাত্রা, যা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। যাত্রা রাজ্যের বিভিন্ন জেলা ও মন্ডলে ঘুরে মানুষের সঙ্গে সংযোগ বাড়াবে।