/anm-bengali/media/media_files/XzGED0OHM4e4GGY0tZVW.webp)
নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেছেন, "আমি ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকদের সাথে দেখা করতে এসেছি। তাঁরা বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি সবার আশীর্বাদ নিয়েছি। আজ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংস্কৃতিকে রক্ষা করে এগিয়ে চলেছে। ৮ অক্টোবরের পরে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে এবং বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে।"
#WATCH | Rohtak: Haryana CM Nayab Singh Saini says, " I came to meet the people of Brahmin community, they have decided to support BJP. I took the blessings of everyone...today under the leadership of PM Modi, this govt is taking the country forward by safeguarding the… pic.twitter.com/mf7ui2PMLn
— ANI (@ANI) September 24, 2024
কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ কুমারী সেলজা, যিনি হরিয়ানা কংগ্রেসে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে বিতর্কের কারণে প্রচার থেকে দূরে ছিলেন, তাঁকে এবার থেকে কংগ্রেসের প্রচারে দেখতে পাওয়া যাবে। কংগ্রেসের অভ্যন্তরে কুমারী সেলজাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেই সময় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মনোহর লাল কট্টর তাঁকে বিজেপিতে যোগ দানের আহ্বান জানান। তবে কুমারী সেলজা বিতর্কের সময় নীরব অবস্থান নিয়েছিলেন।
জানা গিয়েছে, সেলজা কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। অন্যদিকে, খাড়গে তাঁর সঙ্গে দেখা করতে ও তাঁর সমস্ত অভিযোগ শোনার বিষয়ে আশ্বাস দেন। এরপরেই সেলজাকে প্রচারে দেখতে পাওয়া যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)