নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি যমুনা নগরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, "আজ এই দেশটি উন্নয়নের নতুন উচ্চতা ছুঁয়েছে।পুরো দেশ প্রধানমন্ত্রী মোদির কাজের কথা বলছে। মোদি সরকার প্রত্যেকের কাছে জল পৌঁছে দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো বলত, তারা আপনাকে 24 ঘন্টা বিদ্যুৎ দেবে। কিন্তু কেউ যদি আপনাকে ২৪ ঘন্টা বিদ্যুৎ দিতে পারে, তা হল ডাবল ইঞ্জিন সরকার।"
/anm-bengali/media/media_files/gBTsLNZlBkrydJOCTT5P.JPG)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)