১৫ ডিসেম্বরের পর H-1B ভিসা ইন্টারভিউ বাতিল! নতুন মার্কিন নীতিতে বিপাকে হাজার হাজার ভারতীয়

মার্কিন সোশ্যাল মিডিয়া যাচাই নীতির জেরে ভারতের H-1B ভিসা ইন্টারভিউ হঠাৎ বাতিল। ১৫ ডিসেম্বরের পর নির্ধারিত সাক্ষাৎকারগুলি নতুন করে বুক করতে হচ্ছে আবেদনকারীদের। ছুটির মরসুমে ভোগান্তি চরমে।

author-image
Tamalika Chakraborty
New Update
INDIAN-PASSPORT

নিজস্ব সংবাদদাতা:  মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন সোশ্যাল মিডিয়া যাচাই নীতি কার্যকর হওয়ার পর থেকেই বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন ভারতের H-1B ভিসা আবেদনের প্রার্থীরা। বহু আবেদনকারী জানিয়েছেন, ১৫ ডিসেম্বরের পর নির্ধারিত ভিসা সাক্ষাৎকারের তারিখ হঠাৎই বাতিল করে দিয়েছে মার্কিন দূতাবাস।

অনেকের ফোন এবং ইমেলে জানানো হয়েছে যে তাদের সাক্ষাৎকারের সময় নতুন করে বুক করতে হবে। বিশেষজ্ঞদের ধারণা, সোশ্যাল মিডিয়া কার্যকলাপ যাচাইয়ের অতিরিক্ত ধাপ যুক্ত হওয়ায় কনস্যুলার অফিসারদের ওপর চাপ বেড়েছে। এর ফলে সাক্ষাৎকারের জন্য পাওয়া যায় এমন স্লট দ্রুত কমে গিয়েছে।

usa-h1b-visa

এমন পরিস্থিতিতে মার্কিন ব্যবসায়িক অভিবাসন আইনজীবী জেমস হলিস তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বছরের শেষ সময়টায়, যখন প্রচুর ভারতীয় দেশে ফিরে ভিসা সংক্রান্ত কাজ সারতে চান, তখন এ ধরনের নীতি বদল আরও বেশি অসুবিধা তৈরি করছে।

হলিস তাঁর পোস্টে লিখেছেন, ১৫ ডিসেম্বরের পরের বহু সাক্ষাৎকার বাতিল করা হয়েছে, আর আবেদনকারীদের পুনরায় তারিখ ঠিক করতে বলা হয়েছে। তিনি এই পদক্ষেপকে ‘সময় ও পরিস্থিতির দিক থেকে অত্যন্ত সমস্যাজনক’ বলে উল্লেখ করেন।

এখন আবেদনকারীদের দু’টি আলাদা ধাপে আবার সময় নিতে হবে—ASC (বায়োমেট্রিক) ও সাক্ষাৎকার। ASC–এর তারিখ আপাতত অপরিবর্তিত থাকলেও সাক্ষাৎকারই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।