পর্যটনে বড় ধামাকা! গুরগাঁওয়ের বুকে তৈরি হচ্ছে দেশের প্রথম ডিজনিল্যান্ড-স্টাইল থিম পার্ক

গুরগাঁওয়ে তৈরি হচ্ছে দেশের প্রথম ডিজনিল্যান্ড-স্টাইল থিম পার্ক।

author-image
Tamalika Chakraborty
New Update
disneyland

নিজস্ব সংবাদদাতা: ভারতে এবার পর্যটনের মানচিত্রে এক ঐতিহাসিক সংযোজন হতে চলেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ঘোষণা করেছেন, গুরগাঁওয়ের মনেসারে নির্মিত হতে চলেছে দেশের প্রথম ডিজনিল্যান্ড-স্টাইল থিম পার্ক। এই প্রকল্পটি জাতীয় রাজধানী অঞ্চলের (NCR) ঠিক কেন্দ্রস্থলে গড়ে তোলা হবে, যা রাজ্যের পর্যটনে বিপ্লব আনতে চলেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

এই সপ্তাহের শুরুতেই বুধবার, মুখ্যমন্ত্রী সাইনি দিল্লিতে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত-এর সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে হরিয়ানার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন প্রসারে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকের মূল আকর্ষণ ছিল এই ‘গেম-চেঞ্জিং ডিজনিল্যান্ড প্রকল্প’, যা মুখ্যমন্ত্রী নিজেই উল্লেখ করেন দেশের পর্যটন ক্ষেত্রে এক নতুন দিগন্ত হিসেবে।

haryana cm 1234

প্রকল্পটি বাস্তবায়িত হলে, শুধু হরিয়ানা নয়— সমগ্র উত্তর ভারত এমনকি আন্তর্জাতিক পর্যটকদের কাছেও মনেসার হয়ে উঠতে পারে এক আকর্ষণীয় গন্তব্য। রাজ্য সরকার বিশ্বাস করছে, এই থিম পার্ক অর্থনীতিতে নতুন কর্মসংস্থান, বিনিয়োগ এবং পর্যটক প্রবাহ বাড়াবে বহুগুণ।

এই ‘ডিজনিল্যান্ড-ইন্ডিয়া’ প্রকল্প এখন দেশের পর্যটন মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।