বন্দি জীবন, হাতে-পায়ে আঘাত! রাজকোটে বাংলার ১৯টি শিশুকে কীভাবে অত্যাচার করা হয়েছে জানলে শিউরে উঠবেন

কীভাবে বাংলার শিশুদের অত্যাচার করা হচ্ছিল জানলে শিউরে উঠবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: গুজরাতের রাজকোটে ফের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এল। একটি সোনার দোকানে পশ্চিমবঙ্গের ১৯টি শিশুকে আটকে রেখে জোর করে কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

রাজকোট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ হানা দিয়ে উদ্ধার করেছে শিশুদের। ঘটনাটি ঘটেছে বেদিয়াচক এলাকায়। পুলিশ জানিয়েছে, শিশুদের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল।

তাদের হাতে-পায়ে রয়েছে আঘাতের দাগ। কিছু শিশুর শরীরে ছিল ক্ষতের চিহ্নও। খাবার, বিশ্রাম — কোনও কিছুরই ঠিক ছিল না।

child labour

এই ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমানের কালনায় এক কিশোরকে নির্যাতনের ঘটনায় যেখানে উত্তপ্ত ছিল রাজ্য, সেখানে ফের এই ঘটনা সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুদের বাংলার বিভিন্ন এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। কীভাবে তাদের পাচার হল, কারা এর সঙ্গে যুক্ত — তা জানতে শুরু হয়েছে তদন্ত।

ঘটনার ন্যায়বিচার ও দোষীদের কড়া শাস্তির দাবি উঠছে সর্বত্র।