/anm-bengali/media/media_files/2025/07/02/gujarat-high-court-2025-07-02-08-15-50.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভার্চুয়াল শুনানির সময় ফোনে কথা বলা ও বিয়ার মগে চুমুক দেওয়ার অভিযোগে এক প্রবীণ আইনজীবীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অবমাননা মামলা রুজু করেছে গুজরাট হাইকোর্ট। মঙ্গলবার এই ঘটনা নিয়ে আদালতের দুই বিচারপতির বেঞ্চ চরম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের “অশোভন” আচরণ বরদাস্তযোগ্য নয়।
বিচারপতি এ এস সুপেহিয়া ও বিচারপতি আর টি ভাচানির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্ত আইনজীবী ভাস্কর তন্নার ‘সিনিয়র কাউন্সেল’ পদবী প্রত্যাহারের জন্য যথেষ্ট কারণ রয়েছে। তবে পুরো বিষয়টি বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত জানায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/02/gujarat-court-2025-07-02-08-16-19.jpg)
এই বিতর্কিত ঘটনাটি ঘটে ২৫ জুন বিচারপতি সন্দীপ ভাটের বেঞ্চে শুনানির সময়। সেই সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভাস্কর তন্না ভার্চুয়াল কোর্টে যোগ দিয়ে ফোনে ব্যস্ত রয়েছেন এবং এক হাতে বিয়ার মগ থেকে পান করছেন। বিচারপতি সুপেহিয়া বলেন, “এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে কীভাবে আদালতের শুনানিকে অবমাননা করা হয়েছে। একজন সিনিয়র আইনজীবীর কাছ থেকে এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য।”
এই ঘটনায় গুজরাট হাইকোর্ট আইনজীবী সমাজ এবং বিচার বিভাগের শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us