/anm-bengali/media/media_files/2025/07/20/police-s-2025-07-20-21-28-56.jpg)
নিজস্ব সংবাদদাতা: গুজরাটের আহমেদাবাদ জেলার বাভলা এলাকার বাগোদরা গ্রামে এক ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত কিছু খেয়ে আত্মঘাতী হয়েছেন পরিবারের সবাই। তবে আত্মহত্যার আসল কারণ এখনও অস্পষ্ট।
মৃতদের মধ্যে রয়েছেন ৩৪ বছর বয়সী ভিপুল কানজি ওয়াঘেলা, যিনি পেশায় একজন রিকশাচালক, তাঁর স্ত্রী ২৬ বছরের সোনাল, ১১ ও ৫ বছর বয়সী দুই কন্যা সন্তান এবং ৮ বছরের এক পুত্রসন্তান। পুলিশ জানিয়েছে, এই পরিবারটি মূলত দহলকা এলাকার বাসিন্দা ছিল এবং সম্প্রতি বাগোদরার ওই বাড়িতে ভাড়া থাকতেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4yFupb5wBWN7vJ1rWeFN.jpg)
ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লোকাল ক্রাইম ব্রাঞ্চ (LCB), স্পেশাল অপারেশন গ্রুপ (SOG), এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (FSL)-র টিম। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করা হচ্ছে ফরেনসিক রিপোর্টের।
ঘটনাটি নিছক আত্মহত্যা, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে আরও কোনও কারণ বা ষড়যন্ত্র—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মাথায়। প্রতিবেশীদের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রশ্ন উঠছে—অর্থনৈতিক চাপ, পারিবারিক অশান্তি, না কি অন্য কোনও অজানা কারণ? উত্তর খুঁজছে প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us