“আমারও বাঁচতে ইচ্ছে ছিল…,” গুজরাটে স্ত্রী-ছেলেকে নিয়ে ব্যবসায়ীর মর্মান্তিক আত্মহত্যা

সুদের জালে ফেঁসে গুজরাটের ব্যবসায়ীর পুরো পরিবার নর্মদা ক্যানালে ঝাঁপ দেয়।

author-image
Tamalika Chakraborty
New Update
Gujarat family


নিজস্ব সংবাদদাতা: গুজরাটের কাড়ি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ধনেশ পঞ্চাল নামে এক ব্যবসায়ী, তাঁর স্ত্রী উর্মিলা ও তাঁদের ছেলে প্রকাশ—এই তিনজনই আত্মহত্যা করেছেন। রবিবার তাঁদের মৃতদেহ উদ্ধার হয় নর্মদা ক্যানালে।

ধনেশ পঞ্চাল একটি সুইসাইড নোট রেখে গেছেন। তাতে তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরে মানসিক হয়রানির শিকার হয়েছেন। ব্যবসায় বড়সড় লোকসান হওয়ার পর, তিনি কিছু মহাজনের থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সেই মহাজনেরা তাঁকে চড়া সুদের নামে চাপ দিতে শুরু করেন, হুমকি দেন এবং মানসিক নির্যাতন চালান।

dead

সুইসাইড নোটে ধনেশ তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন,     “সবাইকে আমার শেষ নমস্কার। আমিও খুব বাঁচতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। সুদের নাম করে আমার থেকে সব কেড়ে নিয়েছে, এরপর হুমকি আর অত্যাচার। আমার সামনে আর কোনও রাস্তা নেই। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।”

ধনেশের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে গত ১০ বছর ধরে স্ত্রী ও সন্তানকে নিয়ে কাড়িতেই থাকতেন এবং ফ্যাব্রিকেশন ব্যবসা করতেন।