/anm-bengali/media/media_files/2025/09/04/modi-gst-1-2025-09-04-22-01-06.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার কেন্দ্রের নতুন GST সংস্কার নিয়ে তীব্র সমালোচনা করল কংগ্রেস। দলটির অভিযোগ, এই কর ব্যবস্থা আদতে “গ্রোথ-সাপ্রেসিং ট্যাক্স” বা উন্নয়ন থামিয়ে দেওয়া ট্যাক্সে পরিণত হয়েছে। নবরাত্রির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে উদ্দেশ্য করে ভাষণ দেন এবং ঘোষণা করেন “GST বাঁচত উৎসব” বা সেভিংস ফেস্টিভ্যাল। সেই ঘোষণার কিছুক্ষণ পরেই কংগ্রেস নেতারা একযোগে সরকারের বিরুদ্ধে মুখ খোলেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং নেতা জয়রাম রমেশের দাবি, ২০১৭ সালে চালু হওয়ার পর থেকে GST ব্যবস্থায় একাধিক সমস্যা রয়ে গেছে। বহু ট্যাক্স স্ল্যাব, নিত্যপ্রয়োজনীয় জিনিসে উচ্চ হারে কর, ব্যাপক কর ফাঁকি, জটিল নিয়ম মেনে চলা এবং inverted duty structure— সব মিলিয়ে মানুষ ভুগছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/vQrKWwVMEdPkawnMEK1c.png)
খাড়গে এক্স-এ পোস্ট করে লেখেন, “আপনার সরকার কংগ্রেস প্রস্তাবিত সরল GST-এর বদলে ‘গব্বর সিং ট্যাক্স’ চাপিয়ে দিল। নয় নয় করে ন’টা স্ল্যাব বানাল। আর এই আট বছরে আদায় করেছে ৫৫ লাখ কোটি টাকা।”
কংগ্রেসের মতে, সরকারের এই সংস্কার মূল সমস্যার সমাধান করছে না। বরং মানুষকে আরও জটিলতার মধ্যে ফেলছে। ফলে নতুন করে কর ছাঁটাইয়ের ঘোষণা করলেও বিরোধীদের অভিযোগে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ছে।
नौ सौ चूहे खाकर, बिल्ली हज को चली !
— Mallikarjun Kharge (@kharge) September 21, 2025
.@narendramodi जी,
आपकी सरकार ने कांग्रेस के सरल और कुशल GST के बजाय, अलग-अलग 9 स्लैब से वसूली कर “गब्बर सिंह टैक्स” लगाया और 8 साल में ₹55 लाख करोड़ से ज़्यादा वसूले।
अब आप ₹2.5 लाख करोड़ के “बचत उत्सव” की बात कर के जनता को गहरे घाव… pic.twitter.com/t7Z64wL67S
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us