ভারত–ইইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শিগগিরই? মোদির সঙ্গে আলোচনায় ডেনমার্কের প্রধানমন্ত্রীর জোর দাবি

ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা নরেন্দ্র মোদীর।

author-image
Tamalika Chakraborty
New Update
denmark pm and modi

নিজস্ব সংবাদদাতা: সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে। দুই দেশের এই আলোচনায় গুরুত্ব পায় একাধিক আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ইস্যু।

আলোচনায় দু’দেশই ভারত–ডেনমার্ক গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ইউক্রেনের যুদ্ধের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর দেশ চায় খুব দ্রুত ভারত–ইউরোপীয় ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA) স্বাক্ষর হোক, যা উভয় পক্ষের জন্য লাভজনক হবে।

Modi

আলোচনার পর প্রধানমন্ত্রী মোদি সামাজিক মাধ্যমে লিখেছেন—“আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আমাদের গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছি এবং ভারত–ইইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দ্রুত সম্পন্ন করার বিষয়েও একমত হয়েছি।”