/anm-bengali/media/media_files/MzrizwVRJ2RBi3YVBsOS.jpg)
নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের মামলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস বলেছেন, "অভিভাবকদের (ভুক্তভোগীর) বাবা-মা আমাকে কিছু কথা বলেছেন যা খুবই হৃদয়বিদারক। তারা আমাকে লিখিতভাবেও দিয়েছেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়েছি। সরকারকে কাজ করতে হবে, অন্যায়কারীদের শাস্তি দিতে হবে আজ বাংলার অবস্থা- আইন আছে কিন্তু তা সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না বা আইনের দ্বারা কিছু লোককে সুরক্ষামূলক বৈষম্য দেওয়া হয়েছে। পুলিশের একটি অংশ অপরাধী, একটি অংশ দুর্নীতিগ্রস্ত এবং এর একটি অংশকে রাজনীতিকরণ করা হয়েছে। "
অন্যদিকে আরজি কর নিয়ে উত্তাপ বাড়ছে। বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে জনস্বার্থ মামলা করা হয়েছে হাইকোর্টে। কিন্তু শুনানির সময় রাজ্যসরকারের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। সেই নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেখানে রাজ্য সরকারের আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
#WATCH | RG Kar Medical College & Hospital rape-murder case | West Bengal Governor CV Ananda Bose says, "Parents (of the victim) have told me certain things which is very, very heartbreaking. They also gave to me in writing that I have taken up with the Home Minister. Within two… pic.twitter.com/hvLMeBiOIi
— ANI (@ANI) September 5, 2024