/anm-bengali/media/media_files/2025/10/15/screenshot-2025-10-15-12-pm-2025-10-15-22-08-38.png)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে এক চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, “এটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। আমরা যা দেখছি, তা কেবলমাত্র বরফের চূড়া। এর আড়ালে আরও গভীর সমস্যা লুকিয়ে আছে। বাংলার সমাজে যে অবক্ষয় চলছে, তা শাসকদের অযোগ্যতারই ফল।”
রাজ্যপাল আরও বলেন, “এটা সাম্প্রতিক সময়ে প্রথম ঘটনা নয়। বাংলায় এখন মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নেই। এটি রাজ্য সরকারের জন্য, নাগরিক সমাজের জন্য, নিরুত্তাপ সংখ্যাগুরুর জন্য, সংবাদমাধ্যমের জন্য এবং যাঁরা বাংলার মানুষের কল্যাণে চিন্তিত, তাঁদের সকলের জন্য আত্মসমালোচনার সময়।”
/anm-bengali/media/post_attachments/75351992-f66.png)
তিনি স্পষ্ট করে দেন, “এই পরিস্থিতি চলতে পারে না। সমাজ থেকে হিংসা ও অপরাধ নির্মূল করতে সংশ্লিষ্ট সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। পুলিশের উচিত তাদের কর্তব্য সঠিকভাবে পালন করা। কিন্তু রাজ্যপাল হিসেবে আমি বলতে পারি না যে পুলিশ তাদের কাজ করছে। এই পরিস্থিতি পর্যালোচনা করা জরুরি।”
রাজ্যপাল বোস রাজ্যে ‘সফট স্টেট’ (soft state)-এর জন্ম হচ্ছে বলেও মন্তব্য করেন। তাঁর কথায়, “সফট স্টেট মানে যেখানে আইন আছে, কিন্তু বাস্তবায়নে গাফিলতি। বাংলায় এখন সেটাই হচ্ছে।”
#WATCH | Kolkata: On Durgapur gang rape incident, West Bengal Governor CV Ananda Bose says, "It's a very disturbing situation. What you see is only the tip of the iceberg. This shows the decadence that is foisted on the Bengal society by the ineptitude of those who are supposed… pic.twitter.com/IPDbK6hysH
— ANI (@ANI) October 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us