দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের: “নারীদের জন্য আর নিরাপদ নয় বাংলা”

“শাসনের ব্যর্থতার প্রতিচ্ছবি আজকের বাংলা, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না”— রাজ্যপালের তীব্র কটাক্ষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-15 10.08.22 PM

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে এক চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, “এটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। আমরা যা দেখছি, তা কেবলমাত্র বরফের চূড়া। এর আড়ালে আরও গভীর সমস্যা লুকিয়ে আছে। বাংলার সমাজে যে অবক্ষয় চলছে, তা শাসকদের অযোগ্যতারই ফল।”

রাজ্যপাল আরও বলেন, “এটা সাম্প্রতিক সময়ে প্রথম ঘটনা নয়। বাংলায় এখন মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নেই। এটি রাজ্য সরকারের জন্য, নাগরিক সমাজের জন্য, নিরুত্তাপ সংখ্যাগুরুর জন্য, সংবাদমাধ্যমের জন্য এবং যাঁরা বাংলার মানুষের কল্যাণে চিন্তিত, তাঁদের সকলের জন্য আত্মসমালোচনার সময়।”

তিনি স্পষ্ট করে দেন, “এই পরিস্থিতি চলতে পারে না। সমাজ থেকে হিংসা ও অপরাধ নির্মূল করতে সংশ্লিষ্ট সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। পুলিশের উচিত তাদের কর্তব্য সঠিকভাবে পালন করা। কিন্তু রাজ্যপাল হিসেবে আমি বলতে পারি না যে পুলিশ তাদের কাজ করছে। এই পরিস্থিতি পর্যালোচনা করা জরুরি।”

রাজ্যপাল বোস রাজ্যে ‘সফট স্টেট’ (soft state)-এর জন্ম হচ্ছে বলেও মন্তব্য করেন। তাঁর কথায়, “সফট স্টেট মানে যেখানে আইন আছে, কিন্তু বাস্তবায়নে গাফিলতি। বাংলায় এখন সেটাই হচ্ছে।”