BMC-র অফিসেই হেনস্তা! অতিরিক্ত কমিশনারকে টেনে বের করে মার, কর্মীদের কাজ বন্ধের হুঁশিয়ারি

ভুবনেশ্বরে অফিসে ঢুকে সরকারি আধিকারিকদের বেধড়ক মার।

author-image
Tamalika Chakraborty
New Update
BMC officer beaten up


নিজস্ব সংবাদদাতা: ভুবনেশ্বর মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) অতিরিক্ত কমিশনার রত্নাকর সাহুকে ঘিরে সোমবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। অভিযোগ, অফিস চলাকালীনই একদল যুবক তাঁর উপর হামলা চালায় এবং তাঁকে টানতে টানতে অফিস কক্ষ থেকে বাইরে নিয়ে আসে।

সেই সময় BMC-তে নাগরিক অভিযোগ শোনার বিশেষ সেশন চলছিল। হঠাৎ করেই ৪-৫ জন যুবক কর্পোরেটর জীবন রাউতের সঙ্গে হাজির হয় এবং সাহুকে প্রশ্ন করে তিনি কি সত্যিই বিজেপি নেতা জগন্নাথ প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। সাহু সে অভিযোগ অস্বীকার করলেও, তাতে কর্ণপাত না করে তারা গালিগালাজ শুরু করে এবং এরপর রত্নাকর সাহুকে জোর করে অফিস থেকে টেনে হিঁচড়ে বের করে এনে মারধর করে বলে অভিযোগ।

police

পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, সাহুকে দল বেঁধে মারছে একদল যুবক। এমনকি তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়।

এই ঘটনার পর চরম ক্ষোভে ফেটে পড়েন BMC-র কর্মীরা। তাঁরা অফিসের বাইরে বসে বিক্ষোভ শুরু করেন এবং ঘোষণা করেন, নিরাপত্তার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন না। প্রশাসনিক দফতরে এমন হামলাকে নজিরবিহীন বলেই উল্লেখ করেছেন সহকর্মীরা।

অতিরিক্ত কমিশনার সাহু বলেন, “ওরা এসেই জিজ্ঞাসা করে আমি নাকি জগন্নাথ প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেছি। আমি বলি, এটা মিথ্যা অভিযোগ। কিন্তু ওরা না শুনেই গালিগালাজ করে, টেনে বের করে আনে, মারধর করে, এমনকি গাড়িতে তোলার চেষ্টা করে।”

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে। সরকারি দফতরে এই ধরনের হুমকি ও হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠেছে।