ফসিল ফুয়েল আমদানির ফাঁদ থেকে বেরোতে ইথানলই ভবিষ্যৎ, গড়কড়ির বক্তব্যে নতুন বিতর্ক

ইথানলের ভবিষ্যৎ নিয় গড়কড়ির বিতর্কিত মন্তব্য।

author-image
Tamalika Chakraborty
New Update
nitin gadkari

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি ইথানল মিশ্রণ নিয়ে হওয়া সমালোচনার বিরুদ্ধে সরব হলেন। তিনি অভিযোগ খারিজ করে বলেন, ভারতের ইথানল-ব্লেন্ডিং নীতি কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিচ্ছে না, আর সাধারণ গাড়ি ব্যবহারকারীরও এতে কোনো অসুবিধা হচ্ছে না।

"নির্মাণ ভারত" অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়কড়ি বলেন, ইথানলকে কেন্দ্র করে যে সমালোচনা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো এবং পরিকল্পিত। তাঁর দাবি, এটা এক ধরনের "পেইড ক্যাম্পেইন", যেখানে লুকিয়ে রয়েছে সেই সমস্ত শক্তির স্বার্থ, যারা চায় ভারত চিরকাল বিদেশ থেকে তেল আমদানি করুক।

nitin2.jpg

গড়কড়ি স্পষ্ট করে বলেন, "ইথানল মিশ্রণে গাড়ির মাইলেজ কমে— এই কথা একেবারেই ভুল। এটা এক ধরনের ভুয়ো প্রচার।" তিনি উদাহরণ টেনে জানান, ব্রাজিলে ১৯৫৩ সাল থেকে পেট্রলের সঙ্গে ২৭ শতাংশ ইথানল মিশিয়ে ব্যবহার করা হচ্ছে। আর সেখানকার রাস্তায় মার্সিডিজ থেকে টয়োটা— সব ধরনের গাড়ি কোনো সমস্যাই ছাড়াই চলছে।

মন্ত্রী জানান, ভারতের জ্বালানি নিরাপত্তা ও আমদানি কমানোর জন্য ইথানলই একমাত্র বাস্তব সমাধান। তাই বিরোধীরা যতই অপপ্রচার করুক, সরকার এই প্রকল্প আরও জোরদার করবে।