/anm-bengali/media/media_files/2025/07/26/car-google-map-2025-07-26-12-06-51.jpg)
নিজস্ব সংবাদদাতা: নবি মুম্বইয়ের বেলাপুর এলাকায় শুক্রবার ভোররাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে গাড়ি চালাতে গিয়ে এক মহিলা নিজের গাড়ি নিয়ে সোজা পড়ে গেলেন একটি খাড়ির জলে।
জানা গিয়েছে, রাত প্রায় ১টা নাগাদ ওই মহিলা বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে ছিলেন। তবে সঠিক ব্রিজের দিক নির্দেশ না দিয়ে গুগল ম্যাপ তাকে নিয়ে যায় ব্রিজের নিচের একটি পথে, যা চলে যায় ধ্রুবতার জেটির দিকে।
অন্ধকারে এবং পরিবেশ সম্পর্কে অজ্ঞান থাকায় মহিলা বুঝতে পারেননি সামনে জল আছে। ফলে গাড়ি চালাতে চালাতে সোজা গিয়ে পড়েন খাড়ির মধ্যে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/26/google-map-2025-07-26-12-07-14.jpg)
সৌভাগ্যবশত, সময়মতো তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনাটি প্রযুক্তিনির্ভরতা এবং গুগল ম্যাপের নির্ভুলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।
প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং সেই রাস্তায় যথাযথ সতর্কতা বোর্ড বা ব্যারিকেড ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us