তানিষ্কের শোরুমে ২৫ কোটি টাকার সোনার গয়না চুরি! শহর জুড়ে উত্তেজনা

বিহারে তানিষ্কের শোরুমে ২৫ কোটি টাকার সোনার গয়না চুরি হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
t2

নিজস্ব সংবাদদাতা: সোমবার বিহারে ভয়াবহ ডাকাতি হয়েছে। একদল ব্যক্তি মুখোশ পরে এসে তানিষ্কের শোরুমে গ্রাহক ও কর্মীদের বন্দি করে। ২৫ কোটি টাকার সোনার গয়না লুঠ করে পালিয়েছে।  ডাকাতের দল নগদ অর্থ লুঠ করেছে। কিন্তু নগদ অর্থের পরিমাণ এখনও জানা যায়নি। জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ শোরুম খোলা হয়। এর কিছুক্ষণের মধ্যেই ডাকাতদের দলটি এসে প্রথমে নিরাপত্তারক্ষীদের বন্দি করে। তারপর গ্রাহক ও দোকানের কর্মীদের ওপর চড়াও হয়। ব্যাগে সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে ডাকাতের দলটি পালিয়ে যায়। 

t