নিঃস্ব, ভীত মানুষের সঙ্গে সর্বদা রয়েছে প্রভু, আশার বানী শোনালেন বিশপ

পুনা ডায়োসিসের বিশপ জোহান রড্রিগেস বলেন, আমরা খুব আনন্দের সঙ্গে এই দিনটা উদযাপন করি। ঈশ্বর আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে রয়েছেন। বড়দিনের বার্তা অবশ্যই দরিদ্র, নিঃসঙ্গদের স্পর্শ করবে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
edit bishop.jpg

নিজস্ব সংবাদদাতা: সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালের পুনা ডায়োসিসের বিশপ জোহান রড্রিগেস বলেন, "আমরা খুব আনন্দের সঙ্গে বড়দিনের উৎসব উদযাপন করি। আমরা আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যিশু খ্রিস্টের জন্ম উদযাপন করি। ঈশ্বর একজন মানুষ হয়ে আমাদের সঙ্গে বাস করতে আসেন। তিনি আমাদের মধ্যে তার  নীতি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি আমাদের সাথে প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আছেন। তাঁর উপস্থিতি আমাদের শক্তি। আমাদের মনে আশা জোগায়। বড়দিনের উৎসব আমাদের হৃদয়ে আনন্দ নিয়ে আসে। বড়দিনের বার্তা অবশ্যই দরিদ্র, নিঃসঙ্গদের স্পর্শ করবে।  যাঁরা নিরুৎসাহিত, যাঁরা ভীত এবং যাঁরা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের সঙ্গে  প্রভু যিশু রয়েছেন।"