/anm-bengali/media/media_files/2025/12/08/goa-night-club-2025-12-08-19-14-16.png)
নিজস্ব সংবাদদাতা: গোয়ায় ভগতর অঞ্চলের কুখ্যাত নাইটক্লাব ‘রোমিও লেন’ নিয়ে কয়েক মাস পুরনো এক পর্যটকের অভিযোগ আবার সামনে এসেছে। লুথরা ব্রাদার্সের মালিকানাধীন বলে পরিচিত এই ক্লাবের বিরুদ্ধে প্রশাসন যখন বড়সড় অভিযান চালাচ্ছে, ঠিক সেই সময়ই ভাইরাল হয়েছে পর্যটক বৈভবীর পোস্ট।
বৈভবী জানান, তিনি ও তাঁর ১২ জন কাজিন গত বছরের ১ নভেম্বর রোমিও লেনে গিয়েছিলেন। প্রথম দেখাতেই তাঁদের চোখে পড়ে ক্লাবটির ভিড়ে ঠাসা অবস্থা আর ভয়ানক গরম পরিবেশ। তিনি দাবি করেন, গোটা জায়গাটি এমনভাবে তৈরি যে একটাই পথ দিয়ে ঢোকা ও বেরোনো যায়, তাও আবার উঁচুতে। এতে সামান্য সমস্যায়ও বড় বিপদ হতে পারত বলে মনে করেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/12/goa-arrested-2025-12-12-09-03-22.png)
বৈভবীর অভিযোগ, ক্লাবের বেশ কিছু কর্মী অত্যন্ত রূঢ় ব্যবহার করছিল এবং অশোভন আচরণ করছিল। তাঁর কথায়, পুরো জায়গাটিই ছিল শ্বাসরুদ্ধকর।
রাত প্রায় তিনটে নাগাদ তাঁদের বেরোবার সময় একটি চেয়ার নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি দ্রুতই তীব্র উত্তেজনায় রূপ নেয়। ঠিক কী ঘটেছিল সেই অংশ তিনি বিস্তারিত না বললেও, তাঁর পোস্ট থেকেই বোঝা যায় পরিবারটি আতঙ্কিত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।
গোয়া প্রশাসন সম্প্রতি লুথরা ব্রাদার্সের বিভিন্ন সম্পত্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই অবস্থায় বৈভবীর পোস্ট আবার সামনে আসতেই রোমিও লেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us