২৫ জনের মৃত্যুর পর তোলপাড়! এবার ভাঙা হচ্ছে রোমিও লেন রেস্তোরাঁ

গোয়ার ভাগাতরে রোমিও লেন রেস্তোরাঁর একটি অংশ ভেঙে ফেলছে প্রশাসন। রেস্তোরাঁটির মালিক গৌরব ও সৌরভ লুথরা, যাঁদের বার্চ বাই রোমিও লেনে ৭ ডিসেম্বরের অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
goa night club

নিজস্ব সংবাদদাতা:  গোয়ার ভাগাতর এলাকায় অবস্থিত রোমিও লেন রেস্তোরাঁর একটি অংশ ভেঙে ফেলা হচ্ছে। রেস্তোরাঁটি গৌরব লুথরা এবং সৌরভ লুথরার মালিকানাধীন। এঁরাই ‘বার্চ বাই রোমিও লেন’–এরও মালিক, যেখানে ৭ ডিসেম্বর ভয়াবহ আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছিল। ওই মর্মান্তিক ঘটনার পর গোয়া প্রশাসন রোমিও লেনের কিছু অংশ ভাঙার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।

goa night club