/anm-bengali/media/media_files/2025/12/07/goa-night-club-2025-12-07-21-23-17.png)
নিজস্ব সংবাদদাতা: গোয়ার আরপোরার জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে ভেঙে পড়েছিল আনন্দের রাত। ২৫ জনের মৃত্যুর সেই ঘটনায় সব হারিয়েছেন ৪০ বছরের ভাবনা জোশি। স্বামী বিনোদ কুমার এবং তিন দিদিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু আনন্দের মুহূর্তই পরিণত হয় জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে। পাঁচ জনের দলের মধ্যে একমাত্র ভাবনাই ফেরত এসেছেন জীবিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/08/goa-night-club-2025-12-08-19-14-16.png)
ভাবনা বলেন, ক্লাবের ছাদ থেকে প্রথমে হঠাৎই স্পার্ক বেরোতে দেখা যায়। বিষয়টি শুরুতে তুচ্ছ মনে হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে। ক্লাবটিতে সঠিকভাবে বেরিয়ে যাওয়ার রাস্তা না থাকায় আতঙ্কে ছুটে পালাতে গিয়ে বহু মানুষ আটকে যান। ভাবনা বলেন, তিনি নিজের চোখের সামনে সবকিছু ধ্বংস হতে দেখেছেন।
শনিবার রাতের সেই ভয়াবহ মুহূর্ত মনে করে ভাবনা জানান, দুর্ঘটনার পর হাসপাতাল বা পুলিশের কাছ থেকে তিনি কোনও সাহায্য পাননি। তাঁর অভিযোগ, মাত্র এক রাতেই তাঁর পুরো পরিবার শেষ হয়ে গেল। ক্লাবে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। আগুন ছড়ায় শিল্পীদের হাতে থাকা স্পার্কল গান থেকে। প্রথমে তদন্তকারীরা যেভাবে সিলিন্ডার বিস্ফোরণের কথা বলেছিলেন, ভাবনার দাবি, তা ভুল।
সব মিলিয়ে, গোয়ার এই ভয়াবহ আগুনের ঘটনায় উঠে এসেছে নিরাপত্তা অব্যবস্থার এক চরম ছবি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us