পাইরোটেকনিক শট কি আগুনের কারণ? তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্যের ইঙ্গিত

গোয়া নাইটক্লাব আগুনে মৃত্যু—চারজন গ্রেফতার। মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা। প্রত্যক্ষদর্শীর দাবি, পাইরোটেকনিক গান থেকেই আগুন শুরু হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
goa night club

নিজস্ব সংবাদদাতা:  গোয়ার এক নাইটক্লাবে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একটি পাইরোটেকনিক গান ছোঁড়া মাত্রই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা ক্লাব আতঙ্কে ভরে যায়, লোকজন প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। আগুনের উৎস নিয়ে তদন্ত চলছে এবং গ্রেফতার হওয়া চার জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে এবং এমন দুর্ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

goa eyewitness