New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গোয়ার আরপোরার রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ২৫ জন প্রাণ হারানোর ঘটনায় গ্রেফতার হওয়া চারজনকে আনজুনা থানার পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন রেস্তোরাঁর চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, গেট ম্যানেজার প্রিয়ানশু ঠাকুর, বার ম্যানেজার রাজবীর সিংহানিয়া এবং জেনারেল ম্যানেজার বিবেক সিংহ। আগুন লাগার কারণ ও কোনো দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে এলাকায় চরম শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/07/goa-night-club-2025-12-07-21-23-17.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us