৭০-৮০ জন অতিথির ভিড়ে আগুন! কীভাবে ২৫ জনের মৃত্যু হল? প্রত্যক্ষদর্শীর বয়ানে চাঞ্চল্যকর তথ্য

গোয়ার আরপোরায় রেস্তরাঁয় ভয়াবহ আগুনে মৃত্যু কমপক্ষে ২৫ জনের। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় আতঙ্কের রাত। মাত্র একটাই বেরোনোর পথ থাকায় আরো বাড়ে বিপদ।

author-image
Tamalika Chakraborty
New Update
goa eyewitness

নিজস্ব সংবাদদাতা: গোয়ার উত্তরাঞ্চলের আরপোরায় একটি রেস্তরাঁয় ভয়াবহ আগুনে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগে গভীর রাতে, যখন রেস্তরাঁয় প্রায় ৭০ থেকে ৮০ জন অতিথি উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী অশীষ, যিনি নিজেও আহত হয়েছেন, জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছিল মধ্যরাতের কাছাকাছি। তাঁর কথায়, বেশিরভাগ অতিথিই কোনওভাবে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু কয়েকজন ভিতরে আটকে পড়েন।

অশীষ বলেন, তিনি রাত ১১টা নাগাদ রেস্তরাঁয় এসেছিলেন। আগুন লাগতেই কিছু মানুষ চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু রেস্তরাঁয় মাত্র একটি বেরোনোর পথ থাকায় সবার একসঙ্গে বাইরে বেরোনোর সময় হুড়োহুড়ি তৈরি হয়। অনেকে দিকভ্রান্ত হয়ে ভিতরে আটকে যান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

goa night club

রেস্তরাঁর ভিতরে আটকে পড়া অতিথিদের চিৎকারে চারদিক ভরে ওঠে। রাতের অন্ধকারে এই ভয়াবহ আগুন গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। দমকল আসার আগেই আগুন ভয়ংকর রূপ নেয় বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।