গোয়ার ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু—রেস্তোরাঁর কো পার্টনার অজয় গুপ্ত গ্রেপ্তার!

গোয়ার ‘রোমিও লেন’ আগুন কাণ্ডে দিল্লি থেকে আটক সহ-মালিক অজয় গুপ্ত। ২৫ জনের মৃত্যুর ঘটনায় মোট ছয় জন গ্রেপ্তার। গোয়া সরকার গঠন করল তদন্ত কমিটি।

author-image
Tamalika Chakraborty
New Update
goa night club arrested

নিজস্ব সংবাদদাতা: গোয়ার নর্থ গোয়ায় ‘বার্চ বাই রোমিও লেন’ রেস্তোরাঁ-বারে ভয়াবহ আগুনের ঘটনায় সহ-মালিক অজয় গুপ্তকে দিল্লি থেকে আটক করল গোয়া পুলিশ। আগেই তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। কিন্তু তিনি বাড়িতে না থাকায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা নেওয়া হয়। পরে দিল্লিতে তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

arrested 123

এই মামলায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে—নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলি।

গত রবিবার ভোররাতে আরপোরার ওই নাইটক্লাবে ভয়ঙ্কর আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়া সেই আগুনে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়, যাঁদের বেশির ভাগই ছিলেন রেস্তোরাঁর কর্মী।

গোয়া সরকার ইতিমধ্যেই ঘটনাটি তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে।