মেয়ের খারাপ রেজাল্ট! শিক্ষক বাবার বেধড়ক মারধরে মৃত্যু NEET পরীক্ষার্থীর

নিটের মক টেস্টে খারাপ ফল হওয়ায় বাবা মারধর করেন, তাতেই কিশোরী ছাত্রীর মৃত্যু হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের সাংলি জেলার নেলকরঞ্জি গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। নিজের মেয়েকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। মৃত কিশোরী, সাধনা ধোনিরাম ভোসলে, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল এবং ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত।

জানা গিয়েছে, সাধনা সম্প্রতি NEET-এর একটি মক টেস্টে অংশ নিয়েছিল। পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায়, তার বাবা ধোনিরাম ভোসলে প্রচণ্ড রেগে যান। অভিযুক্ত বাবা, যিনি স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক, রাগের বশে মেয়েকে বেধড়ক মারধর করেন। 

dead body .jpg

মারধরের পর গুরুতর আহত অবস্থায় সাধনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটির অপরাধ ছিল, সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণে একটুখানি পিছিয়ে পড়েছিল মাত্র।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সমাজের একাংশ প্রশ্ন তুলেছে, কীভাবে একজন শিক্ষকই এমন বর্বর আচরণ করতে পারেন নিজের সন্তানের সঙ্গে? পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে এবং তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।