কাঠামান্ডুর হোটেলে আগুন, দড়ি বেয়ে নামতে গিয়ে নেপালে স্বামীর সামনেই প্রাণ হারালেন স্ত্রী

কাঠমান্ডুর হোটেলে আগুন লাগিয়ে দিল আন্দোলনকারীরা। দড়ি বেয়ে হোটেল থেকে পালাতে গিয়ে প্রাণ হারালেন গাজিয়াবাদের মহিলা।

author-image
Tamalika Chakraborty
New Update
gaziabad


নিজস্ব সংবাদদাতা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভয়াবহ দাঙ্গার মধ্যে প্রাণ গেল গাজিয়াবাদের এক মহিলার। মৃতার নাম রাজেশ গোলা। তিনি গাজিয়াবাদের ব্যবসায়ী তথা পরিবহন সংস্থার মালিক রামবীর সিং গোলার স্ত্রী। দম্পতি নেপালে বেড়াতে গিয়েছিলেন।

ঘটনা ঘটে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর। দাঙ্গাকারীরা কাঠমান্ডুর হায়াত হোটেলে আগুন লাগিয়ে দেয়। সেই হোটেলেই ছিলেন রাজেশ ও তাঁর স্বামী। আগুন ছড়িয়ে পড়তেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দড়ি ব্যবহার করে ভেতরে আটকে থাকা পর্যটকদের বের করে আনার চেষ্টা চলছিল। সেই সময় রাজেশ নামতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে যান। মর্মান্তিকভাবে প্রাণ হারান তিনি।

dead

তাঁর স্বামী রামবীর সিং গোলা গুরুতর আহত অবস্থায় বর্তমানে কাঠমান্ডুর টিচার ইনস্টিটিউট মেডিক্যালে ভর্তি আছেন। পরিবারের অভিযোগ, গত দু’দিন ধরে রাজেশের দেহ হাসপাতালে পড়ে থাকলেও এখনও ময়নাতদন্ত হয়নি।

দম্পতির ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সড়কপথে ভারতে ফিরতে চাইছি। আশা করছি কাল সকালে গাজিয়াবাদ পৌঁছে যাব।”