/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বই-দিল্লি গরিব রথ এক্সপ্রেসে (১২২১৬) ভয়াবহ আতঙ্ক! শনিবার ভোররাতে ইঞ্জিনে আচমকা আগুন লেগে যায় ট্রেন চলাকালীন। ঘটনাটি ঘটে রাজস্থানের সেন্দ্রা রেল স্টেশনের কাছে, বেওয়ার থেকে কিছুটা দূরে, রাত প্রায় ৩টা নাগাদ।
আগুন লাগার জেরে প্রবল ধোঁয়া বের হতে শুরু করে ইঞ্জিনের ভিতর থেকে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ভিতর ৫০০-রও বেশি যাত্রীর মধ্যে। এই সময় ট্রেনটি আজমেরের দিকে যাচ্ছিল। তবে সৌভাগ্যবশত ট্রেনটির গতি তখন খুব বেশি ছিল না। সেই কারণেই সতর্কতার সঙ্গে এবং তৎপরতায় চালক ট্রেন থামিয়ে দ্রুত ব্যবস্থা নেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/19/rajasthan-train-2025-07-19-12-41-46.jpg)
ইতিমধ্যেই এই ঘটনার জেরে আজমের-বেওয়ার রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ বা বিলম্বিত হয়ে যায়। রেল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার সময় কোনও বড়সড় প্রাণহানির ঘটনা না ঘটলেও, ট্রেনযাত্রীদের মধ্যে প্রবল আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পৌঁছয় রেল পুলিশ এবং ফায়ার ব্রিগেড।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন ইঞ্জিনেই সীমাবদ্ধ ছিল এবং দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ট্রেনটিকে আজমের স্টেশনে সরিয়ে নিয়ে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে। পরে অন্য ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে দেওয়া হয়।
#राजस्थान#ब्यावर मे गरीब रथ एक्सप्रेस के #इंजन में लगी #आग
— Goldy Srivastav (@GoldySrivastav) July 19, 2025
सभी #पैसेंजर्स को बाहर निकाला, #सेंदड़ा रेलवे स्टेशन के पास की घटना#Beawar#Fire#Rajasthan#GaribRath#IndianRailways#trainfire#NewsFlash@RailMinIndia@NWRailways@BeawarPolice@RailwaySevapic.twitter.com/nTFV9FEvgc
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us