মাত্র ২১ বছর বয়সে ইতিহাস! ইংল্যান্ডের সবচেয়ে কমবয়সী সলিসিটার ভারতীয় তরুণী

মায়াপুর থেকে ব্রিটেনের সব থেকে কম বয়সি সলিসিটর হলেন ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গী।

author-image
Tamalika Chakraborty
New Update
iscon


নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বংশোদ্ভূত আইনবিদ কৃষাঙ্গী মেশ্রাম ইতিহাস তৈরি করেছেন। মাত্র ২১ বছর বয়সে তিনি ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে কমবয়সী সলিসিটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

কৃষাঙ্গীর জন্ম পশ্চিমবঙ্গের ইস্কন মায়াপুরে। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে থাকেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি (OU) থেকে আইন পড়া শুরু করেন। ১৮ বছর বয়সে তিনি প্রথম শ্রেণীর স্নাতক (LLB) ডিগ্রি অর্জন করেন, যা এত অল্প বয়সে ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম।

পরে তিনি লিগ্যাল প্র্যাকটিস কোর্স (LPC) এবং মাস্টার্স সম্পন্ন করেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি সলিসিটার্স কোয়ালিফাইং এক্সামিনেশন (SQE) দেন এবং ২০২৫ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে তরুণ সলিসিটার হিসেবে যোগ্যতা অর্জন করেন।

solicitor

এই সাফল্যের কথা জানিয়ে কৃষাঙ্গী বলেন, “প্রয়োজনীয় সব শর্ত পূরণের পর আমি সলিসিটার্স রেগুলেশন অথরিটিতে (SRA) আবেদন করি। এপ্রিল ২০২৫-এ, ২১ বছর ৪ মাস বয়সে আমি সলিসিটার হিসেবে যোগ্যতা অর্জন করি।”

ইংল্যান্ড ও ওয়েলসের আইনজীবীদের সরকারি সংস্থা ল’ সোসাইটির সরকারি ম্যাগাজিন ল’ সোসাইটি গেজেট-এর ১ আগস্টের সংখ্যাতেও কৃষাঙ্গীর সাফল্যের কাহিনি প্রকাশিত হয়েছে।