/anm-bengali/media/media_files/2025/12/09/french-woman-2025-12-09-18-42-39.png)
নিজস্ব সংবাদদাতা: দুই বছর ধরে ভারতে থাকছেন ফরাসি যুবতী জুলিয়া শানিও। দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ান, মানুষের সঙ্গে কথা বলেন, ভারতীয় সংস্কৃতির নানা দিক নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। আর সেখান থেকেই শুরু হয়েছে বড় বিতর্ক। কারণ জুলিয়ার অনুরোধ—ভারত সম্পর্কে অকারণ নেতিবাচকতা ছড়ানো বন্ধ করা উচিত, বরং বদল আনতে হলে গঠনমূলক মনোভাব প্রয়োজন।
জুলিয়া লিখেছেন, ভারত সম্পর্কে তিনি সচেতনভাবেই ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁর বক্তব্য, নেতিবাচক বিষয় নেই তা নয়, তবে দেশকে নিয়ে অনলাইনে এতটাই কটূক্তি ছড়ানো হয় যে তার মধ্যে আর নেগেটিভিটি যোগ করতে চান না। তিনি জানান, তাঁর পোস্টে যেমন প্রচুর ভালোবাসা আসে, তেমনই ভারতকে অপমান করে নানা মন্তব্যও দেখা যায়। অবাক করার মতো বিষয় হলো—এই বিদ্রূপ ও ঘৃণার অনেকটাই আসে ভারতীয়দের থেকেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/09/julian-2025-12-09-18-44-49.png)
জুলিয়ার কথায়, “অনেক ভারতীয়ই মনে করেন কিছুই বদলাবে না। আমি বুঝি—অবকাঠামো, নাগরিক সচেতনতা, শিক্ষা—অনেক ক্ষেত্রেই বদলের দরকার আছে। কিন্তু দেশকে ঘৃণা করলে কোনও উন্নতি হবে না।” তিনি উল্লেখ করেন, ফ্রান্সেও বহু সমস্যা থাকে, মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন, সরকারের জবাবদিহি চান। কিন্তু দেশের বাইরে গেলে ফরাসিরা নিজেদের সংস্কৃতি, পরিচয়, পতাকা—সব কিছুকেই গর্বের সঙ্গে তুলে ধরেন।
কেন তিনি ভারতকে নিজের বাড়ি বানালেন, সেই প্রশ্নের উত্তরে জুলিয়ার ব্যাখ্যা—এই দেশের অসংখ্য সুন্দর দিক রয়েছে, যেগুলি সম্মানের যোগ্য। তাঁর মতে, যে অংশগুলি দুর্বল বা অনুন্নত, সেগুলি বদলাতে হলে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। অযথা নেতিবাচকতা ছড়ালে কোনও লাভ নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us