নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করার সময় ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে জেজে পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় কেট বলেন, "দুপুর ১২.৩০ মিনিটে, আমরা খবর পাই যে বিসমিল্লাহ স্পেস টাওয়ারের নির্মাণাধীন একটি জলের ট্যাঙ্কে চারজন আটকা পড়েছে। আমরা দেখতে পাই যে ট্যাঙ্কে চারজন অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে জেজে হাসপাতালে নিয়ে যায়। চারজন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন।"
/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)