দিল্লির সরকারি বাসভবন ছাড়লেন ধনখড়, উঠছেন চৌটালার ফার্মহাউসে

সরকারি বাসভবন ছাড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

author-image
Tamalika Chakraborty
New Update
x

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অবশেষে দিল্লির সরকারি বাসভবন খালি করেছেন। জানা গেছে, আপাতত তিনি ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (INLD) প্রধান অভয় সিং চৌটালার দক্ষিণ দিল্লির ছাত্তরপুর এনক্লেভে অবস্থিত একটি ফার্মহাউসে উঠছেন।

গত ২১ জুলাই, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই স্বাস্থ্যজনিত কারণে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধনখড়। এরপর থেকেই তিনি জনসমক্ষে খুব একটা দেখা দিচ্ছিলেন না।

f

সরকারি নিয়ম অনুযায়ী, সাবেক উপরাষ্ট্রপতি হিসেবে তিনি টাইপ–VIII শ্রেণির একটি সরকারি বাসভবনের অধিকারী। তবে নতুন বাসভবন বরাদ্দ না হওয়া পর্যন্ত ছাত্তরপুরের ফার্মহাউসেই তিনি অস্থায়ীভাবে থাকবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।