New Update
/anm-bengali/media/media_files/njhPnWYWGl0lJffOW773.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বিরোধী দলনেতা এবং বিজেডি প্রধান নবীন পট্টনায়ককে বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণে রবিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের নেতারা জানিয়েছেন, হাসপাতাল শিগগিরই তাঁর স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক বুলেটিন প্রকাশ করবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/yRyvHp30F4XW4Hfp95j4.jpg)
৭৮ বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রী শনিবার রাতে হঠাৎ অসুস্থতা ও অস্বস্তি অনুভব করেন। এরপর কিছু ডাক্তার তাঁর বাসভবন নবীন নিবাসে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পরিস্থিতি বিবেচনা করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us