/anm-bengali/media/media_files/2025/07/14/puducherry-2025-07-14-18-25-54.jpg)
নিজস্ব সংবাদদাতা: মাত্র ২৬ বছর বয়সেই প্রয়াত হলেন প্রাক্তন মিস পুদুচেরি ও ভারতীয় ফ্যাশন দুনিয়ার বৈচিত্র্যের অন্যতম মুখ সান রেচাল গান্ধী। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জিপমার) হাসপাতালে। জানা গিয়েছে, গত ৫ জুলাই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রেচাল শুধু সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেই নয়, সমাজের প্রচলিত ‘ফর্সা ত্বক’-এর মাপকাঠির বিরুদ্ধেও ছিলেন প্রতিবাদী কণ্ঠ। গাঢ় ত্বকের সৌন্দর্যকে তুলে ধরে তিনি রঙবৈষম্য ও ফ্যাশন ইন্ডাস্ট্রির একঘেয়েমির বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন। একজন সাহসী নারী হিসেবে পরিচিত ছিলেন তিনি, যিনি সৌন্দর্যের প্রচলিত মানদণ্ডকে চ্যালেঞ্জ করেছিলেন নিজের অবস্থান থেকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/14/miss-puduchessry-2025-07-14-18-26-18.jpg)
খুব ছোট বয়সেই মা-কে হারান রেচাল। তারপরে বাবা গান্ধী-ই ছিলেন তাঁর জীবনের শক্তি ও প্রেরণা। বাবার সহযোগিতাতেই তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করেন এবং সাফল্যও অর্জন করেন।
ভারতীয় ফ্যাশন দুনিয়ায় রেচালের উপস্থিতি ছিল এক নবজাগরণের প্রতীক। বৈচিত্র্য, আত্মবিশ্বাস এবং অন্তর্ভুক্তির বার্তা নিয়ে যে লড়াই শুরু করেছিলেন তিনি, তার অকাল প্রয়াণে থমকে গেল সেই স্বপ্নের পথ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us